অনলাইন ডেস্ক :
বলিউডের বক্স অফিসে মুখোমুখি যুদ্ধ নতুন কিছু নয়। এই কদিন আগে অজয় দেবগনের ‘রানওয়ে ৩৪’ ও টাইগার শ্রফের ‘হিরোপন্তি টু’ সিনেমা একই দিনে মুক্তি পেয়েছিল। ফলে বক্স অফিসের অর্থে ভাগাভাগি হয়েছিল। এবারও কি তেমনটা হতে যাচ্ছে? বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড লাইফের খবর, এবার আরেকটি মুখোমুখি যুদ্ধ দেখতে যাচ্ছে বলিউড। কারণ, একই দিনেমুক্তি পেতে যাচ্ছে কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুল ভুলাইয়া টু’ ও কঙ্গনা রনৌত অভিনীত ‘ধাকাড়’, যেখানে প্রথম সিনেমাটি হরর কমেডি এবং দ্বিতীয়টি অ্যাকশন থ্রিলার। কদিন আগে বলিউড লাইফ পাঠকের উদ্দেশে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছিলÑবক্স অফিসে কার জয় হবে, ‘ভুল ভুলাইয়া টু’ না কি ‘ধাকাড়’-এর? ভোটের ফল বলছে, বক্স অফিসের যুদ্ধে জয়ী হবে ‘ধাকাড়’। কঙ্গনা রনৌত অভিনীত ‘ধাকাড়’ পেয়েছে ৬৫ শতাংশ ভোট এবং কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া টু পেয়েছে ৩৫ শতাংশ ভোট। পাঠকের ভোট যা-ই বলুক, মুক্তির দিন এ দুই সিনেমা বক্স অফিসে কেমন সংগ্রহ করে, তা জানা যাবে নির্দিষ্ট দিনে। ‘ভুল ভুলাইয়া টু’ সিনেমায় কার্তিক আরিয়ান ছাড়াও কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন কিয়ারা আদভানি ও টাবু। কয়েক দিন আগে ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনার সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছিলেন কিয়ারা, যেখানে ভক্তদের এ নায়িকা অনুরোধ করেছেন তাঁরা যেন দুই সিনেমাই দেখেন। ‘ভুল ভুলাইয়া টু’ পরিচালনা করেছেন আনিস বাজমি এবং ‘ধাকাড়’ পরিচালনা করেছেন রজনীশ ঘাই।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!