January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 7th, 2021, 7:56 pm

এবার বিজয়ের সিনেমায় মহেশ কন্যা

অনলাইন ডেস্ক :

‘প্রিন্স অব টলিউড’খ্যাত অভিনেতা মহেশ বাবু। পর্দায় অসাধারণ অভিনয় এবং অনুসরণীয় ব্যক্তিত্ব গুণের কারণে অসংখ্য ভক্ত তার। এর মধ্যে নারী ভক্তের সংখ্যাও কম নয়। ব্যক্তিগত জীবনে নম্রিতা শিরোদকরের সঙ্গে গাটছড়া বেঁধেছেন তিনি। এ দম্পতির ঘর আলো করে এসেছে পুত্র গৌতম ও কন্যা সিতারা। মহেশ বাবুর ৮ বছর বয়েসী কন্যা সিতারা নাচে দারুণ পারদর্শি এ কথা অনেকেরই জানা। কিছুদিন আগে সিতারা অভিনয়েও নাম লিখিয়েছেন। এবার দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়ের সিনেমায় অভিনয় করতে যাচ্ছে সিতারা। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, থালাপাতি বিজয়ের পরবর্তী সিনেমা ‘থালাপাতি ৬৬’। এটি পরিচালনা করবেন ভামসি পয়দিপল্লী। এ সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে মহেশ কন্যা সিতারাকে কাস্ট করার কথা ভাবছেন নির্মাতারা। এরইমধ্যে এ বিষয়ে মহেশ বাবুর সঙ্গে আলোচনাও করেছেন তারা। এখন মহেশ বাবুর সম্মতির অপেক্ষা। ব্যক্তিগত জীবনে মহেশ বাবুর সঙ্গে খুব ভালো সম্পর্ক বিজয়ের। এর আগে মহেশ অভিনীত বেশ কয়েকটি রিমেক সিনেমায় অভিনয় করেছেন বিজয়।