January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 17th, 2022, 7:35 pm

এবার বিনোদনের শহর লাস ভেগাসে জেমস

অনলাইন ডেস্ক :

বিশ্বের প্রধানতম বিনোদনের শহর লাস ভেগাসে যাচ্ছেন বাংলার নগর বাউল জেমস। আগামী ১-৩ জুলাই যুক্তরাষ্ট্রের আলো ঝলমলে এই জৌলুস নগরীতে হবে বঙ্গ সম্মেলন। ইতোমধ্যে এর শুভেচ্ছাদূত হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। আয়োজকরা জানালেন, এতে উপস্থিত হবেন বাংলা সংগীতের অন্যতম তারকা জেমসও। অংশ নেবেন কনসার্টে। বিষয়টিনিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিনও। ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিরা ৫২ বছর আগে আমেরিকায় প্রতিষ্ঠা করেন কালচারাল অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) বা বঙ্গ সংস্কৃতি সংঘ। সংগঠনটির অধীনে ৪২ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে বহির্বিশ্বের সবচেয়ে বড় এই বাংলা ভাষাভাষী সম্মেলন। এবারের বঙ্গ সম্মেলনের আহ্বায়ক মিলন আওন। তিনি জানান, এবার বলিউড, ঢালিউড ও টলিউডের একঝাঁক তারকা উপস্থিত থাকবেন। বাংলা সংগীতের সবক’টি শাখা নিয়ে আলাদা জমকালো আয়োজন থাকবে। সাহিত্য আসর, ফ্যাশন শো, নাটক, রিয়েলিটি শোসহ অনুষ্ঠিত হবে চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ ও ভারতের প্রায় ১০০ শিল্পীকে এবারের উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে।