অনলাইন ডেস্ক :
জনপ্রিয় কমেডিয়ান ভানু বন্দ্যোপাধ্যায়ের সংলাপ আজও মানুষের মুখে মুখে শোনা যায়। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে হাস্যকৌতুকময় অভিনয়ের ক্ষেত্রে তার জুড়ি নেই। ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত দর্শকপ্রিয় ‘যমালয়ে জীবন্ত মানুষ’ সিনেমাটি ১৯৫৮ সালে মুক্তি পায়। এটি অবলম্বনে নির্মিত হচ্ছে ‘যমালয়ে জীবন্ত ভানু’ নামে সিনেমা। কলকাতার সায়ন্তন ঘোষাল পরিচালিত এ সিনেমায় ভানু চরিত্রে অভিনয় করবেন শাশ্বত চ্যাটার্জি। আজ ভানু বন্দ্যোপাধ্যায়ের ১০১তম জন্মদিন উপলক্ষে প্রকাশিত হয়েছে ভানু চরিত্রের লুক। পরিচালক সায়ন্তন ঘোষাল বলেন, ‘‘অন্য বাঙালির মতো আমিও ভানু বন্দ্যোপাধ্যায়ের ভক্ত। সেই বাঙালি আবেগকে ছুঁয়ে সিনেমাটা করতে চাই। ‘যমালয়ে জীবন্ত মানুষ’ সিনেমাটি তো ছুঁয়ে যাবই, সেই সঙ্গে নানা গল্পের রেফারেন্স নিয়ে এখনকার দিনের একটা সিনেমা করতে যাচ্ছি। যেখানে ‘ভানু বন্দ্যোপাধ্যায়’ একটি চরিত্র। সেই চরিত্রে শাশ্বত চ্যাটার্জি থাকবেন। আমরা লুক সেট করেছি।’’ আশাবাদ ব্যক্ত করে এই নির্মাতা বলেন, ‘‘এই সিনেমার সঙ্গে ‘যমালয়ে জীবন্ত মানুষ’ সিনেমার একটা যোগ অবশ্যই থাকবে; যা বাঙালির সেই নস্টালজিয়াকে হিট করবে বলে আমার ধারণা। খুব যতœ নিয়ে আমরা এখন গল্পটা লিখছি। একটু সময় নিতে চাই। সে জন্য গল্প নিয়ে এখনই খুব বেশি বলতে চাচ্ছি না।’’ আগামী বছর সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা করেছেন পরিচালক। তবে সিনেমাটিতে আর কে কে অভিনয় করবেন তা জানা যায়নি।
আরও পড়ুন
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত