অনলাইন ডেস্ক :
পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পর এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ভারত। জয়ের ধারা অব্যাহত রাখতে নেদারল্যান্ডসকেও হারাতে উদগ্রীব আত্মবিশ^াসী টিম ইন্ডিয়া। অন্য দিকে বাংলাদেশের কাছে নিজেদের প্রথম ম্যাচে হারলেও ঘুড়ে দাঁড়াতে মরিয়া নেদারল্যান্ডস। সুপার টুয়েলভে আজ বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারত-নেদারল্যান্ডস ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে। এবারই প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে এই দু’দল। গত টি-টোয়েন্টি বিশ^কাপে পাকিস্তানের কাছে হেরে আসর শুরু করেছিলো ভারত। এবার বিরাট কোহলির দুর্দান্ত ইনিংসের কল্যাণে পাকিস্তানকে হারিয়ে গত আসরে হারের প্রতিশোধ নেয় ভারত। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের সবচেয়ে আর্কষনীয় ম্যাচে পাকিস্তানকে ৪ উইকেটে হারায় ভারত। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৫৯ রান তুলে পাকিস্তান। জবাবে ৩১ রানে ৪ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে ভারত। এরপর পঞ্চম উইকেটে ৭৮ বলে ১১৩ রানের জুটি গড়ে ভারতকে খাদের কিনারা থেকে টেনে তুলেন কোহলি ও পান্ডিয়া। পান্ডিয়া ৩৭ বলে ৪০ রান করে ফিরলেও, ৫৩ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৫৩ বলে অপরাজিত ৮২ রান করে ভারত জয় নিশ্চিত করেন কোহলি। ম্যাচের শেষ বল পর্যন্ত রোমাঞ্চকর এক লড়াই দেখেছে ক্রিকেট বিশ^। পাকিস্তানের বিপক্ষে দারুন জয়ে আত্মবিশ^াসী ভারত। নেদারল্যান্ডসের বিপক্ষেও জয়ের জন্য দল মুখিয়ে আছে জানালেন টিম ইন্ডিয়ার ওপেনার লোকেশ রাহুল, ‘এমন ম্যাচ জিতলে যেকোন দলই আকাশে উড়বে। আমরাও এর ব্যতিক্রম নই। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ নিয়ে আমরা অনেক বেশি সিরিয়াস যেমনটা পাকিস্তানের বিপক্ষেও ছিলাম। এটি টি-টোয়েন্টি ক্রিকেট এখানে যেকোন দলই জিততে পারে। এ ছাড়া এবারের বিশ^কাপে আমরা অনেক অঘটন দেখছি। কাগজে-কলমে ছোট দলগুলো খুবই ভালো করছে। এ ম্যাচে ভালো ক্রিকেট খেলে টানা দ্বিতীয় জয় তুলে নিতে চাই আমরা।’ পাকিস্তা-ভারতের ম্যাচে বৃষ্টির পূর্বাভাস ছিলো। নেদারল্যান্ডসের বিপক্ষেও বৃষ্টি শংকা মাথায় নিয়ে খেলতে নামবে ভারত। সিডনিতে দুপুর এবং বিকেলে ৪০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি শংকা মাথায় থাকলেও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে সুসংবাদ পেয়েছে ভারত। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে পেশির ইনজুরিতে পড়া অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ারইনজুরি গুরুতর নয়। ডাচদের বিপক্ষে পান্ডিয়া ফিট বলে জানিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। প্রথম রাউন্ডে ৩ খেলায় ২ জয়ে সুপার টুয়েলভের টিকিট পায় নেদারল্যান্ডস। তবে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচেই হোচট খায় ডাচরা। বাংলাদেশের কাছে ৯ রানে হারে তারা। প্রথম ব্যাট করা বাংলাদেশকে ৮ উইকেটে ১৪৪ রানে আটকে রাখে নেদারল্যান্ডস বোলাররা। পরে বাংলাদেশ বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে টার্গেট স্পর্শ করতে পারেনি নেদারল্যান্ডস। সব উইকেট হারিয়ে ১৩৫ রান করে তারা। বাংলাদেশের কাছে হারের স্মৃতি ভুলে ভারতের বিপক্ষে জয়ের লক্ষ্য নেদারল্যান্ডসের। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে সর্বোচ্চ রান করা মিডল-অর্ডার ব্যাটার কলিন অ্যাকারম্যান বলেন, ‘প্রথম ম্যাচে ভালো ক্রিকেট খেলেও ছোট-ছোট ভুলের কারণে হেরেছি আমরা। শক্তিশালী ভারতের বিপক্ষে জিততে হলে কোন ভুল করা যাবে না। ভালো ক্রিকেট খেলেই ম্যাচ জয়ের লক্ষ্য আমাদের।’ এর আগে কখনও টি-টোয়েন্টিতে দেখা হয়নি ভারত ও নেদারল্যান্ডসের। ওয়াডেতে দুু’বারের দেখায় দু’বারই জিতেছিলো ভারত।
ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, দীপক হুদা, ঋশভ পান্থ (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সামি, যুজবেন্দ্রা চাহাল, অক্ষর প্যাটেল, ভুবেনশ্বর কুমার, হার্শাল প্যাটেল ও আর্শদিপ সিং।
নেদারল্যান্ডস দল : স্কট এডওয়াডর্স (অধিনায়ক, উইকেটরক্ষক), কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, লোগান ভ্যান বেক, টম কুপার, ব্র্যান্ডন গ্লোভার, টিম ভ্যান ডার গুগেন, ফ্রেড ক্লাসেন, বাস ডি লিডে, পল ভ্যান মিকেরেন, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, স্টেফান মাইবার্গ, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’ডাউড, টিম প্রিংলে এবং বিক্রম সিং।
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল