January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 23rd, 2021, 7:14 pm

এবার ময়লাবাহী ট্রাকচাপায় প্রাণ গেল ব্যবসায়ীর

ফাইল ছবি

রাজধানীর টিকাটুলিতে বৃহস্পতিবার ভোরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী ট্রাকের ধাক্কায় ৬০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত শপিং ব্যাগ ব্যবসায়ী স্বপন কুমার সাহা নারিন্দা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টা ৪৫ মিনিটে টিকাটুলির রাজধানী সুপার মার্কেটের পূর্ব পাশে টিটি পাড়া বাসস্ট্যান্ডে যাওয়ার পথে একটি ময়লাবাহী ট্রাক স্বপনকে বহনকারী একটি রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে ঘাতক গাড়িটিকে পুলিশ এখনো শনাক্ত করতে পারেনি বলে জানিয়েছেন ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন হাওলাদার।

ওসি আরও বলেন, সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা করছে।

এর আগে ২৪ নভেম্বর, বুধবার গুলিস্তান এলাকার গোলচত্তরে ডিএসসিসির ময়লাবাহী ট্রাকের ধাক্কায় নটরডেম কলেজের ১৭ বছর বয়সী এক ছাত্র নিহত হয়।

নটরডেম কলেজের ছাত্রের মৃত্যুর একদিন পর ২৫ নভেম্বর নগরীর পান্থপথ এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) গাড়ির চাকায় পিষ্ট হন মগবাজারের ছাপাখানার এক ব্যবসায়ী।

—-ইউএনবি