অনলাইন ডেস্ক :
‘আগুনের পরশমণি’ সিনেমার বদিউল চরিত্র দিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছিলেন গুণী অভিনেতা আসাদুজ্জামান নূর। দীর্ঘদিন পর আবারও মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমায় অভিনয় করছেন তিনি। তবে এবার একেবারে উল্টো চরিত্রে। সরকারি অনুদানের ‘জয় বাংলার ধ্বনি’ ছবিতে তিনি রাজাকারের ভূমিকায় হাজির হচ্ছেন। জানা গেছে, সিনেমাটি নিয়ে এরইমধ্যে ছবি সংশ্লিষ্টদের সঙ্গে প্রাথমিক আলোচনাও হয়েছে এই শক্তিমান অভিনেতার। আসাদুজ্জামান নূর বলেন, ‘আমি কিন্তু আগেও নেতিবাচক চরিত্রে অভিনয় করেছি। যেমন কোথাও কেউ নেই। এ নাটকে বাকের ভাই চরিত্রটি নেগেটিভ। কিন্তু লোকজন পজিটিভভাবে নিয়েছিল। এ ছাড়া আমার নান্দাইলের ইউনুস চরিত্রটিও ছিল পেশাদার খুনির। এসব চরিত্রে আমার আপত্তি নেই।’ নতুন চরিত্র সম্পর্কে তিনি আরও বলেন, ‘চরিত্রটা রাজাকারের, তবে আমার কাছে কাজটাই মুখ্য। অভিনয়ের সুযোগ থাকলে যেকোনো চরিত্রে কাজ করতে আমার আপত্তি নেই।’
আরও পড়ুন
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’
প্রতিবছরই এভাবেই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান: তমালিকা