অনলাইন ডেস্ক :
ভোজপুরি অভিনেত্রী আকাক্সক্ষা দুবের রহস্যজনক মৃত্যুর রেশ কাটতে না কাটতেই রহস্যজনকভাবে মারা গেছেন আরো এক ভারতীয় অভিনেত্রী। সোমবার রাতে পশ্চিম ওড়িশার জনপ্রিয় অভিনেত্রী রুচিস্মিতা গুরুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওড়িশার সোনপুর জেলার বাসিন্দা ছিলেন রুচিস্মিতা। পরিবারের সঙ্গে থাকতেন বালঙ্গির তালপাতি এলাকায়। সম্প্রতি কাকার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে উদ্ধার করা হয়েছে তার মরদেহ। এরই মধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মরদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। অভিনেত্রীর পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ। রুচিস্মিতার মা জানিয়েছেন, আলুর পরোটা বানানো নিয়ে মনোমালিন্য হয় মা-মেয়ের। রাত ৮টার সময় আলুর পরোটা বানানোর কথা ছিল। কিন্তু রুচিস্মিতা জেদ করেন, রাত ১০টার সময়ই খাবার বানাবেন। এ নিয়ে কথা কাটাকাটি হয় তাদের। এরপরই এই চরম সিদ্ধান্ত নেন রুচিস্মিতা। অভিনেত্রীর মা আরো জানান, এটাই প্রথম নয়, এর আগেও অনেকবার আত্মহত্যার চেষ্টা করেছেন রুচিস্মিতা। তবে পুলিশের অনুমান ভিন্ন। তাদের মতে, প্রেমের সম্পর্ক নিয়ে পারিবারিক অশান্তি। সেই থেকেই এই পথ বেছে নেন রুচিস্মিতা। অভিনয়ের পাশাপাশি একাধিক মিউজিক অ্যালবামেও গান গেয়েছেন রুচিস্মিতা। শুধু তা-ই নয়, অনেক স্টেজ শো-ও করতেন তিনি।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত