অনলাইন ডেস্ক :
ভারতের পশ্চিম বাংলার গায়ক, অভিনেতা তথা পরিচালক অঞ্জন দত্ত সবকিছুই দক্ষতার সঙ্গে করেছেন। অঞ্জন দত্তের গান যেমন সবাই পছন্দ করে, তার সিনেমা- নাটকও দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে। এবার তিনি লেখকের ভূমিকায় অবতীর্ণ হলেন। কিছুদিন আগেই সুব্রত শর্মাকে নিয়ে একটি ওয়েব প্ল্যাটফর্মে গোয়েন্দা সিরিজ ‘ড্যানি ডিটেকটিভ আই এন সি’ পরিচালনা করেছেন অঞ্জন দত্ত। দর্শক মহলে সেটি সমাদৃতও হয়েছে। এই সিরিজের গল্প নিজেই লিখেছেন অঞ্জন দত্ত। তিনি জানালেন, লিখতে সবসময় ভালোবাসতেন, বহু গানের কথা লিখেছেন। তবে এইবার তার মনে হয়েছে একটা রহস্য উপন্যাস তিনি লিখতেই পারেন। প্রথমে সিরিজের জন্য গল্পটা লিখেছিলেন, পরে তিনি গোটা একটা উপন্যাস লিখে ফেলেছেন। রহস্য গল্প নিয়ে একটা অগ্রহ তার সবসময় ছিল, একজন গোয়েন্দার চরিত্রে অভিনয়ের ইচ্ছে ছিল, তবে সে সুযোগ তিনি পাননি, তাই তিনি রহস্য গল্প নিয়ে সিনেমা নাটক করতে ভালোবাসেন। এবার তার লেখা সিরিজের কাহিনি গল্পের বই এর আকারে প্রকাশিত হতে চলেছে জানুয়ারি মাসে অনুষ্ঠিত কলকাতা বইমেলাতে।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব