অনলাইন ডেস্ক :
চলচ্চিত্রের বাইরে এই অভিনেত্রী বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করলেও মডেলিংয়ে দীর্ঘ বিরতি ছিল তার। সম্প্রতি তিনি নতুন একটি মিউজিক ভিডিওর গানে মডেল হয়েছেন। সুস্মিতার একটি গানের মডেল হিসেবে শুটিং সম্পন্ন করেছেন। মিম বলেন, ‘দীর্ঘদিন পর গানের মডেল হয়েছি। কারণ, গানটির কথা যে কারো মনে গেঁথে যাওয়ার মতো। তাই গানটি করা আমার। যেহেতু শিল্পী হিসেবে আমার কাছে গানটি নিয়ে অনেকটাই ভিন্নরকমের অভিজ্ঞতা হয়েছে, তাই আমি মনে করি দর্শকেরও ভালো লাগবে।’ এদিকে মিম অভিনীত সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় কলকাতার ‘মানুষ’ সিনেমার কাজ শেষ হয়েছে। এ সিনেমায় মিমের বিপরীতে অভিনয় করেছেন জিৎ।

আরও পড়ুন
পারিবারিক দ্বন্দ্বে নিরাপত্তাহীনতায় পপি
জটিল রোগ, শিক্ষাজীবনের লড়াই পেরিয়ে বিশ্বজয়: কে এই নতুন মিস ইউনিভার্স?
ন্যান্সি ও ইমরান নতুন করে গাইলেন ‘আমি পাথরে ফুল ফোটাব’