January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 16th, 2021, 7:12 pm

এবার হংকং-এ পুরস্কৃত ‘রেহানা মরিয়ম নূর’

অনলাইন ডেস্ক :

একের পর এক স্বীকৃতি ঘরে তুলছে বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। কান উৎসবে প্রশংসা পাওয়ার পাশাপাশি বিশ্বের নানা দেশের চলচ্চিত্র উৎসব মাতাচ্ছে ছবিটি। এবার ১৮তম হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের নিউ ট্যালেন্ট এ্যাওয়ার্ড জিতে নিয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। ১৫ নভেম্বর, সোমবার হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল এর জুরি বোর্ড বিজয়ী সিনেমার নাম প্রকাশ করে। সেখানে দেখা যায় ছবিটির নাম। মঙ্গলবার সিনেমাটির নির্বাহী প্রযোজক এহসানুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ পুরস্কার অনেক আনন্দের। অনেক প্রেরণার। আমার কাল বিকালে জানতে পারি, হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড জয় করেছে ‘রেহানা নূর মরিয়ম’। এই মুহূর্তে দেশের প্রেক্ষাগৃহে চলছে। এই সময়ে আমাদের সিনেমাটি একটি পুরস্কার পেল। সিনেমাটি কেন পুরস্কার পেল, সেটি হলে গিয়ে দর্শকও উপলব্ধি করতে পারেন।’ এর আগে ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রটি এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড ২০২১ এ জিতেছে দুটো পুরস্কার। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। পরিচালক হিসেবে সেরা হয়েছেন আব্দুল্লাহ মোহম্মাদ সাদ। উৎসবের সাইটে গিয়ে জানা যায়, নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডে জন্য ‘রেহানা মরিয়ম নূর’ ছাড়াও ইরানের ‘ব্যালাড অব হোয়াইট কাউ’, লেবাননের ‘কোস্টা ব্রাভা’, সাউথ কোরিয়ার ‘দ্য রিপোর্ট কার্ড’, তাইওয়ানের ‘ইনক্রিজিং ইকো’, ভারতের ‘শংকরস ফেইরিজ’, কম্বোডিয়ার ‘হোয়াইট বিল্ডিং’ প্রতিযোগিতা করে। ২৭ অক্টোবর শুরু হয়ে উৎসবটি চলে ১৪ নভেম্বর পর্যন্ত। উৎসবের উদ্বোধনী ছবি ছিল ‘টুয়েলভ ডেজ’।