October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 6th, 2025, 2:43 pm

এবার  ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি

 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটাধিকার নিশ্চিত করা হবে।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ তথ্য জানান।

সংলাপে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্য চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি নাসির উদ্দিন বলেন, “নির্বাচন কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ—সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য। গণমাধ্যমের সহযোগিতা ছাড়া লেভেল প্লেয়িং ফিল্ড ও নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টি সম্ভব নয়। এজন্য সবার সহযোগিতা কামনা করছি। একই সঙ্গে এআই-এর অপব্যবহার রোধে ইলেকট্রনিক মিডিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও জানান, ভোটার তালিকা হালনাগাদের সময় ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে, যাদের অনেকেই আগে ভোট দিতেন।

সিইসি বলেন, “প্রবাসী ও নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি কর্মকর্তাদের ভোটাধিকার নিশ্চিত করতে এবার বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীকে ভোটের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। আমরা চাই আয়নার মতো স্বচ্ছ একটি নির্বাচন আয়োজন করতে।”

দিনের প্রথম ভাগে সকাল সাড়ে ১০টায় টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে এবং দুপুর আড়াইটায় পত্রিকা ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে দুই দফায় এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।

আগামীকাল (৭ অক্টোবর) নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে এবং পরবর্তীতে মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, সংলাপে উঠে আসা পরামর্শগুলো বাস্তবায়নে কমিশন সর্বোচ্চ গুরুত্ব দেবে।

এর আগে ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপের মাধ্যমে এই কার্যক্রম শুরু করে ইসি। তবে সে দিনের সংলাপে আমন্ত্রিতদের অর্ধেকের বেশি উপস্থিত থাকতে পারেননি।

এনএনবাংলা/