December 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 3rd, 2025, 4:02 pm

এভারকেয়ারের সামনে দুই প্লাটুন বিজিবি মোতায়েন

 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি এবং নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে হাসপাতালের সামনে সাধারণ সময়ের তুলনায় নিরাপত্তা জোরদার দেখা যায়। দায়িত্বে থাকা বিজিবি কর্মকর্তা আলতাফ হোসেন জানান, একটি প্লাটুন হাসপাতালের মূল গেটে দায়িত্ব পালন করছে, আরেক প্লাটুন আশপাশের পুরো এলাকাজুড়ে টহল দিচ্ছে। তাঁর ভাষায়, এলাকার শান্তি–শৃঙ্খলা বজায় রাখা এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করাই এই অতিরিক্ত মোতায়েনের উদ্দেশ্য।

হাসপাতালের সামনে নতুন করে নিরাপত্তা বাড়ানো হলেও বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি নতুন কিছু নয়। প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে দলীয় নেতাকর্মীরা খালেদা জিয়ার খোঁজখবর নিতে হাসপাতালে আসছেন। কেন্দ্রীয় নির্দেশনা সত্ত্বেও তাঁদের অনেকে ভিড় এড়াতে পারছেন না। ব্যারিকেডের বাইরে দাঁড়িয়ে অনেকেই জানান, কয়েকদিন ধরে তাঁরা খালেদা জিয়ার জন্য দোয়া করছেন এবং নিয়মিত তাঁর অবস্থার খবর জানতে আসছেন।

এর আগে সোমবার রাতে পুলিশ প্রথমে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করে। ভিড় নিয়ন্ত্রণে হাসপাতালের সামনে ব্যারিকেড বসানো হয়। আজ সকালেও সেই ব্যারিকেডের সামনে নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। কেউ স্লোগান না দিলেও সবার মুখেই উদ্বেগ এবং অপেক্ষার ছাপ।

অন্যদিকে, মঙ্গলবার খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি)’ ঘোষণা করার পর তাঁর নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। দুপুর ২টা ২০ মিনিটের দিকে এসএসএফ সদস্যরা হাসপাতালে প্রবেশ করে দায়িত্ব নেয়, ফলে হাসপাতাল এলাকা ও আশপাশে সতর্কতা আরও বাড়ে।

হাসপাতাল কর্তৃপক্ষ রোগী, স্বজন ও সাংবাদিকদের চলাচলে অতিরিক্ত নিয়মকানুন অনুসরণ করছে। প্রশাসনও পরিস্থিতি যাতে কোনোভাবেই অবনিয়ন্ত্রিত না হয়, সে বিষয়ে তৎপর রয়েছে। সব মিলিয়ে এভারকেয়ার হাসপাতালের সামনে এখন বিশেষ নিরাপত্তার বলয় গড়ে উঠেছে।

এনএনবাংলা/