অনলাইন ডেস্ক :
বৈশ্বিক উষ্ণতা এবং মানুষের কার্যকলাপে দিনদিন জায়গাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার কারণে এভারেস্ট বেস ক্যাম্প সরিয়ে নিতে চায় নেপাল। ২০২৪ সাল নাগাদ তারা বেস ক্যাম্পটি সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। খুম্বু হিমবাহের ওপর বেস ক্যাম্পটি অবস্থিত। বসন্তে পর্বতারোহণের মৌসুমে দেড় হাজার মানুষ এটি ব্যবহার করেছে। নেপালের পর্যটন বিভাগের মহাপরিচালক তারানাথ অধিকারী বিবিসিকে বলেছেন, তুলনামূলক কম উচ্চতায় একটি নতুন স্থান পাওয়া যাবে; যেখানে সারা বছর বরফ থাকে না। বর্তমান বেস ক্যাম্পটি পাঁচ হাজার ৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে ক্রমাগত বরফ গলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে হিমবাহটি। পর্বতারোহীদের অভিযোগ, ক্যাম্পে ঘুমানোর সময়ও বরফধসের আতঙ্কে থাকতে হয়। তারানাথ বলেছেন, বেস ক্যাম্পের জন্য বাছাই করা নতুন জায়গাটি বর্তমান ক্যাম্প থেকে ২০০ থেকে ৪০০ মিটার নিচে। সারা বছর সেখানে তুষারপাতও হয় না। তিনি আরো বলেছেন, ইতোমধ্যে বেস ক্যাম্প স্থানান্তরের প্রস্তুতি শুরু হয়েছে। সংশ্লিষ্ট সবার সঙ্গে চলছে দফায় দফায় আলোচনা ও পরামর্শ। এর আগে ২০১৮ সালে লিডস ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, প্রতিবছর ৯৫ লাখ কিউবিক মিটার পানি হারাচ্ছে খুম্বু হিমবাহ। সূত্র : বিবিসি।
আরও পড়ুন
রেকর্ড গড়া ঝাঁপ থেকে সর্বোচ্চসংখ্যক বাংলাদেশির অ্যান্টার্কটিকা সফর, আছে আরও যত ঘটনা
হাসিনার মতো ‘বিশ্বস্ত মিত্র’কে হারানোর ঝুঁকি নেবে না ভারত
উড়োজাহাজ বিধ্বস্তে ৩৮ জনের মৃত্যু, আজারবাইজানে রাষ্ট্রীয় শোক পালন