অনলাইন ডেস্ক :
বার্সেলোনার মূল দলে অভিষেকের পর শুরুতে আলো ছড়ালেও পরে নানা কারণে আর থিতু হতে পারেননি রিকি পুস। এবার তাকে ছেড়েই দিল কাতালান ক্লাবটি। মেজর লিগ সকারের দল লস এঞ্জেলস গ্যালাক্সিতে যোগ দিচ্ছেন স্প্যানিশ এই মিডফিল্ডার। উভয় ক্লাব বৃহস্পতিবার পুসের দলবদলের বিষয়টি নিশ্চিত করেছে। ট্রান্সফার ফির বিষয়ে অবশ্য কিছু বলা হয়নি। চুক্তি অনুযায়ী, ২২ বছর বয়সী খেলোয়াড়কে ফের কিনে নেওয়ার অধিকার থাকছে বার্সেলোনার। আবার অন্য কোনো ক্লাবে তাকে বিক্রি করা হলে ট্রান্সফার ফির ৫০ শতাংশ অর্থ পাবে লা লিগার দলটি। বার্সেলোনার অ্যাকাডেমিতে বেড়ে ওঠা পুসের সঙ্গে গ্যালাক্সির চুক্তির আনুষ্ঠানিকতা অবশ্য এখনও বাকি। ভিসা প্রাপ্তি সাপেক্ষে সাড়ে তিন বছরের চুক্তি করবেন এই তিনি। ২০২৫ মৌসুমের শেষ পর্যন্ত দলটিতে খেলবেন তিনি। ২০১৮ সালে বার্সেলোনার সিনিয়র দলে অভিষেকের পর থেকে সেখানে সব মিলিয়ে খেলেছেন ৫৭ ম্যাচ, গোল করেছেন দুটি।
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম