ভারতের কলকাতায় হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশ এখনো উদ্ধার করা যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
তিনি বলেন, ‘আমরা এখনো লাশ উদ্ধার করতে পারিনি। যতক্ষণ পর্যন্ত আমরা সবকিছু উদ্ধার করতে না পারছি, ততক্ষণ আমরা আপনাদের কোনো তথ্য দিতে পারব না। আবারও বলছি যে উভয় দেশের গোয়েন্দা সংস্থা এ বিষয়ে কাজ করছে।’
তবে দুই দেশের গোয়েন্দা সংস্থাই হত্যাকাণ্ডের অপরাধীসহ প্রায় সবকিছু শনাক্ত করেছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের শনাক্ত করার খুব কাছাকাছি আছি আমরা। শুধু ঘোষণা বাকি। দুই দেশের গোয়েন্দা সংস্থা একমত হলেই ঘোষণা দেওয়া হবে।’
তবে এখন পর্যন্ত নতুন করে কিছু পাননি বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘আমাদের পুলিশ, গোয়েন্দা, ভারতীয় পুলিশ ও গোয়েন্দারা কাজ করছে। আমরা নিশ্চিত যে তাকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে তাদের থেকে শুনেছি, তবে আমরা এখনো লাশ উদ্ধার করতে পারিনি।’
এ হত্যাকাণ্ডে ভারতীয় কেউ জড়িত কি না- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতীয় জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দিইনি। তদন্ত চলছে। কারা জড়িত তা কিন্তু আমরা এখনো বলিনি। আমরা বলেছি যে আমাদের একটি সাধারণ ধারণা আছে। সেই ধারণার ভিত্তিতেই আমরা কাজ করছি। এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তা নিয়ে কাজ করছি।’
শাহিন নামে এক ব্যক্তিকে হত্যার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে দাবি করার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা শুনেছি যে সেদিন তিনি বাংলাদেশে আসেননি। ভারত হয়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু এর কোনোটিই নিশ্চিত তথ্য নয়। আমরা তথ্য পেয়েছি এবং সে অনুযায়ী কাজ করছি।’
—–ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল কারাগারে
ডেঙ্গুতে এক দিনে মারা গেছেন আরও ৪ জন
প্রথম যাত্রায় খুলনার ৫৫৩ যাত্রী খুলনা-ঢাকা রুটে নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’ চলাচল শুরু