ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকারীরা বাংলাদেশি বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ।
বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিবি প্রধান বলেন, ‘হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে। হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি যারা আছে তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করব। তবে তদন্তের স্বার্থে এখনই নাম প্রকাশ করা যাচ্ছে না।’
তিনি বলেন, ‘আমরা ভারতীয় পুলিশের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ করছি এবং হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি, তবে এখনই কিছু প্রকাশ করতে পারছি না।’
হত্যার উদ্দেশ্য কী হতে পারে জানতে চাইলে ডিবি প্রধান বলেন, ‘হত্যাকাণ্ডের পেছনের কারণ জানতে তদন্ত চলছে। পারিবারিক হোক বা আর্থিক বা স্থানীয় ইস্যু বা অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য, আমরা তদন্তের মাধ্যমে সবকিছু বের করে আনব।’
তিনি আরও বলেন, এমপি আনোয়ারুলের মেয়ে মামলা করবেন এবং পুলিশ তাকে সর্বাত্মক সহযোগিতা করছে তিনি সংসদ ভবন এলাকার বাসিন্দা হওয়ায় তাকে শেরেবাংলা নগর থানায় মামলা করতে বলা হয়েছে।
গত ১৪ মে কলকাতা থেকে নিখোঁজ সংসদ সদস্য আনারের লাশ বুধবার কলকাতা থেকেই উদ্ধার হয়। এর আগে গত ১১ মে চিকিৎসার জন্য সেখানে যান তিনি।
কলকাতার অদূরে নিউ টাউনের একটি ফ্ল্যাটে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
ধানমন্ডির নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এ পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, তাতে এই হত্যাকাণ্ডের সঙ্গে আমাদের দেশের মানুষ জড়িত।’
—–ইউএনবি
আরও পড়ুন
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ
সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক : শাহরুখ খান
অসদাচরণের ৩৩ অভিযোগ, বিচারকের ১২ ও কমকর্তা-কর্মচারীদের ১৫