January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 11th, 2024, 7:21 pm

এমপি আনোয়ারুল চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন তা কখনোই বলিনি: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন এমন কথা তারা কখনো বলেননি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (১১ জুন) বিকালে ঢাকার রাজারবাগে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এমপি আনোয়ারুল চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন আমরা কখনো বলিনি।’

নিহত এমপির মেয়ে সন্দেহভাজন কারও নাম প্রকাশ করেছেন কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মন্ত্রী, আইজিপি বা তদন্ত কর্মকর্তার পক্ষে কোনো বক্তব্য দেওয়া সম্ভব নয়। তদন্ত শেষ হওয়ার পর আমরা এসব বিষয় নিয়ে কাজ করব।’

সম্প্রতি পুলিশের গুলিতে এক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, পুলিশ কর্মীদের মানসিক চাপ কমাতে মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

হত্যাকাণ্ডের কারণ খুঁজে বের করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সে ব্যবস্থা নিতে আইজিপি কাজ করছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

—–ইউএনবি