November 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 3rd, 2025, 7:34 pm

এমপি পদে পার্থর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন হিরো আলম

 

বেশ কয়েকবার একাধিক নির্বাচনে অংশ নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর ও গায়ক আশরাফুল আলম, যার বেশি পরিচিত নাম হিরো আলম। এবারও তিনি দিলেন সংসদ সদস্য (এমপি) পদে নির্বাচন করার ঘোষণা। তবে এবার তিনি বগুড়া নয়, ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন।

ঢাকা-১৭ আসনের সবচেয়ে আলোচিত ও শক্তিশালী প্রার্থী হলেন আন্দালিব রহমান পার্থ, যিনি বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) থেকে লড়বেন। এছাড়াও জামায়াতে ইসলামি বাংলাদেশ, এনসিপিসহ আরও কয়েকটি দলের প্রার্থীও এই আসনে রয়েছে। হিরো আলম এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন, তবে তিনি জানান যে অনেক দল তার সঙ্গে যোগাযোগ করছে।

হিরো আলম বলেন, নির্বাচনে অংশ নেওয়া আমার কাছে শুধু জয়ের বিষয় নয়, এটি একটি প্রতিবাদের মাধ্যমও। আগে যেমন প্রতিবাদ করেছি, এবারও করব। আমি চাই দেশে সুষ্ঠু নির্বাচন হোক। ভোটে আমি ১০০ ভোট পেলেও কোনো সমস্যা নেই। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসুক।”

তিনি আরও জানান যে, বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চলছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেননি। তিনি বলেন, দলগুলো যে প্রস্তাব দিচ্ছে, তা আমি মেনে নিতে পারব কি না সেটা ভেবে দেখছি। যদি ব্যাটে-বলে মিল পাওয়া যায়, কোনো দলে যোগ দেব। নইলে স্বতন্ত্র প্রার্থী হবো।

নিজেকে নিম্নবিত্ত ও অবহেলিত মানুষের প্রতিনিধি দাবি করে হিরো আলম বলেন, আমি সংসদে গরিব, প্রান্তিক ও অবহেলিত মানুষদের জন্য কাজ করতে চাই। দেশের আসল শক্তি তারা, যারা সারাদিন পরিশ্রম করে। কিন্তু রাষ্ট্রের সেবা পাওয়ার সময় সবচেয়ে বেশি উপেক্ষিত হয় তারা। আমি তাদের জন্য মাঠে থাকতে চাই।

ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, বারিধারা, মহাখালী ও মিরপুরের কিছু অংশ নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এর আগেও হিরো আলম এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।

এর আগে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইয়ের পর তা দুইবার বাতিল হয়। পরে আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পান এবং সিংহ প্রতীক নিয়ে নির্বাচন করেন। তবে নির্বাচনের দিন ভোট কারচুপির অভিযোগ তুলে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

পরবর্তীতে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর পর অনুষ্ঠিত উপনির্বাচনে আবারও প্রার্থী হন হিরো আলম। সেই নির্বাচনের দিনে একটি কেন্দ্রে তার ওপর হামলার ঘটনা ঘটে। এই হামলার নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, সুইজারল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়ন।

এনএনবাংলা/