January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 22nd, 2024, 8:28 pm

এমবাপ্পেকে নিয়ে বার্সা প্রেসিডেন্টের সতর্ক বার্তা

অনলাইন ডেস্ক :

কিলিয়ান এমবাপ্পে আসছেন রিয়াল মাদ্রিদে-এমন গুঞ্জন চলতেই থাকে বছরজুড়ে। কখনো এটি বাস্তবতায় রূপ না নিলেও বলা হচ্ছে এবার ঠিকই লস-ব্লাংকোস শিবিরে যোগ দেবে ফরাসি তারকা। তবে তার আগেই স্প্যানিশ জায়ান্ট ক্লাবটিকে সতর্ক করেছে প্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনার প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা। তিনি মনে করেন, এমবাপ্পে আসলে রিয়ালের ড্রেসিংরুমে সমস্যার সৃষ্টি হবে।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্ডো ডিপ্রোতিভোকে লাপোর্তা বলেন, ‘তাদের এখানে সমস্যা রয়েছে। এমবাপ্পেকে আনতে হলে একজন ফুটবলারকে বিক্রি করতে হবে। তাই না?’ ‘কারণ এক পজিশনেতো দুজন খেলবে না। তারাও চিহ্নিত ফুটবলার। নিশ্চিতভাবে এমবাপ্পের বেতনও ড্রেসিংরুমে ঝামেলা তৈরি করবে’-আরও যোগ করে লাপোর্তা।

এমবাপ্পে যদি রিয়ালে আসেন তাহলে ভিনিসিয়াস জুনিয়রের মতো কোনো তারকাকে বিক্রি করতে হবে রিয়ালকে। এ ছাড়াও ফরাসি তারকার বেতন নিয়েও ঝামেলা তৈরি করতে পারে বলে আগেভাগেই রিয়ালকে সতর্ক করে দেন লাপোর্তা।

এদিকে এমবাপ্পে আছেন দারুণ ফর্মে। ২৫ বছর বয়সী এই তারকা চলতি মৌসুমে ৩৭ ম্যাচে ৩৮ গোল করেছেন। তবে পিএসজি কোচ লুইস এনরিকে জানিয়েছেন, একমাত্র এমবাপ্পে জানে সে কোথায় যাবে, ‘আমি জানি না, কেউ জানে না, একমাত্র এমবাপ্পে জানে সে রিয়ালে যাবে কী না।’