অনলাইন ডেস্ক :
আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ ফাইনালে পরাজিত হয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভঙ্গ হয়েছে ফ্রান্সের। ম্যাচটি মাঠে বসে দেখেছেন ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। রোববার ফাইনালে হারের পর মাঠে নেমে তিনি ফরাসি ফুটবলারদের সান্তনা দিয়েছেন। এমবাপ্পেকে বারবার বুকে জড়িয়ে ধরেছেন। তবু ফাইনালে হ্যাটট্রিক করা এমবাপ্পের মুখে হাসি ফোটেনি। এছাড়া ড্রেসিং রুমে গিয়েও ফরাসি ফুটবলারদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন প্রেসিডেন্ট ম্যাখো। ওই সময় ঠিক তার পাশে লেন ফরাসি কোচ দিদিয়ের দেশ্যম। এরপর টুইটারে ম্যাখো লিখেছেন, ‘ফিয়ের্স দে ভোয়াস। ‘ যার অর্থ, ‘তোমাদের জন্য গর্বিত’। তিনি আরও লিখেছেন, ‘বিশ্বকাপে এই অনবদ্য লড়াইয়ের জন্য ফরাসি দলকে অভিনন্দন। তোমরা সারা বিশ্বকে রোমাঞ্চিত করেছ। ‘লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু দ্বিতীয়ার্ধে ৮০ ও ৮১ মিনিটে পরপর ২টি গোল করে ম্যাচে সমতা ফেরান ফরাসি স্ট্রাইকার এমবাপ্পে। তার এই অনবদ্য পারফরমেন্স দেখে গ্যালারি রীতিমতো লাফিয়ে ওঠেন প্রেসিডেন্ট ম্যাখো। উঠে দাঁড়িয়ে হাততালি দিতে দেখা যায় তাকে। অতিরিক্ত সময়েও আর্জেন্টিনার গোল পরিশোধ করেন এমবাপ্পে। কিন্তু টাইব্রেকারে আর জিততে পারেনি ফ্রান্স।
আরও পড়ুন
একটা ধাক্কায় কোহলির ৪ লাখ টাকা জরিমানা
মাশরাফি–সাকিব কি খেলবেন বিপিএলে?
মিমো-নিলয়দের প্যাডসর্বস্ব দল হারালো বিমানবাহিনীকে