January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 13th, 2021, 7:30 pm

এমবাপ্পে এর চেয়ে ভালো দল পাবে না: দি মারিয়া

অনলাইন ডেস্ক :

লিওনেল মেসি এসেছেন প্যারিস সেন্ত জার্মেইয়ে। আর ওদিকে কিলিয়ান এমবাপ্পের প্যারিস ছাড়ার গুঞ্জনের পালে হাওয়া লাগতে শুরু করেছে! ফরাসি ফরোয়ার্ড নাকি পিএসজির সঙ্গে চুক্তি করতে রাজি নন। অর্থাৎ, ক্লাব ছাড়তে চান। যদিও তার ক্লাব সতীর্থ আনহেল দি মারিয়ার বিশ্বাস, এমবাপ্পে প্যারিসেই থাকবেন। কারণ আর্জেন্টাইন ফরোয়ার্ডের মনে হয়, বর্তমানে পিএসজির যে স্কোয়াড, এর চেয়ে ভালো কিছু খুঁজে পাবেন না ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা।
রিয়াল মাদ্রিদের সঙ্গে এমবাপ্পের নাম জড়িয়ে অনেক গুঞ্জন শোনা গেছে ইউরোপিয়ান মিডিয়ায়। এখন মেসি যখন প্যারিসে নাম লিখিয়েছেন, তখন নতুন করে আবার আলোচনায় এমবাপ্পের মাদ্রিদ-যাত্রা। ২০২২ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি আছে তার। আগামী মৌসুমেই শেষ হচ্ছে চুক্তি। এরপর নাকি রিয়ালে যোগ দেবেন এই ফরোয়ার্ড। যদিও দি মারিয়ার বিশ্বাস, এমবাপ্পে প্যারিসেই থাকবেন। মেসি, নেইমার, সের্হিয়ো রামোস, মাউরো ইকার্দি, জিয়ানলুইজি দোনারুম্মাদের নিয়ে গড়া স্কোয়াড অন্য কোথাও পাবেন না ফরাসি ফরোয়ার্ড। ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়টিই তুলে ধরেছেন দি মারিয়া, ‘এমবাপ্পে? আমার মনে হয় সে থাকবে। এটা মানতেই হবে, সে যে ধরনের খেলোযাড়, তাতে সব বড় দলই চাইবে। তবে পিএসজি এখন যে দল, আমার মনে হয় না সে চলে যাবে। আমার মনে হয় না, সে এর চেয়ে ভালো দল কোথাও খুঁজে পাবে।’ জাতীয় দল আর্জেন্টিনায় মেসির সঙ্গে দীর্ঘ সময় ধরে খেলছেন দি মারিয়া। এবার ক্লাব ফুটবলেও তারা সতীর্থ। আর্জেন্টাইন উইঙ্গার বলছেন, মেসির সঙ্গে ক্লাব ফুটবলে একসঙ্গে খেলাটা ছিল তার কাছে স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের অনুভূতি ভাগ করলেন এভাবে, ‘আমি ভীষণ খুশি। একদিন যেসব স্বপ্ন ছিল আমার, তা এক মাসেই পূরণ হয়ে গেছে। কোপা (আমেরিকা) জেতার পর এখন লিওর সঙ্গে একই দলে খেলবো। এটা আমি সবসময় চাইতাম।’