January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 19th, 2025, 9:24 pm

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব ডেস্ক:
চলতি বছরের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মোট ১০০ নাম্বারের পরীক্ষার মধ্যে এবার সর্বোচ্চ নাম্বার উঠেছে ৯০ দশমিক ৭৫। ৯০ এর ওপরে নাম্বার পেয়েছে এবার মাত্র তিনজন। এর মধ্যে দু’জন ছেলে এবং একজন মেয়ে। আবার ৮০ থেকে ৯০ -এর মধ্যে নম্বর পেয়েছে এক হাজার ৭৪৩ জন। এর মধ্যে মেয়ে এক হাজার ৩৩ জন এবং ছেলে ৭১০ জন।

জানা গেছে, ফলাফলের দিক থেকে এবারো ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। এবারের মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ৩৫ হাজার ৬৬৫ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এক লাখ ৩১ হাজার ৭২৯ জন। ৪০ শতাংশের বেশি নাম্বার পেয়েছে ৬০ হাজার ৯৫ জন। সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির সর্বনিম্ন স্কোর ৭৩ দশমিক ৭৫ এবং বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তির সর্বনিম্ন স্কোর নির্ধারণ করা হয়েছে ৪০।

আরো জানা গেছে, ভর্তির যোগ্যতা অর্জন করেছে ২২ হাজার ১৫৯ জন ছেলে এবং মেয়ের সংখ্যা ৩৭ হাজার ৯৩৬ জন।

প্রাপ্ত ফলাফল থেকে দেখা যাচ্ছে, সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারবেন পাঁচ হাজার ১৪৮ জন। এর মধ্যে ছেলে এক হাজার ৮৮০ জন (৩৬ দশমিক ৫২ শতাংশ) এবং মেয়ে তিন হাজার ৬৬৮ জন (৬৩ দশমিক ৪৮ শতাংশ)।

দেশে সরকারি মেডিক্যাল কলেজ আছে ৩৭টি এবং বেসরকারি মেডিক্যাল কলেজ ৬৭টি। মোট ১০৪টি মেডিক্যাল কলেজে মোট আসন সংখ্যা ১১ হাজার ৬৭৩টি। সরকারি মেডিক্যাল কলেজে আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি এবং বেসরকারি মেডিক্যাল কলেজে আসন রয়েছে ছয় হাজার ২৯৩টি।