December 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 15th, 2025, 2:44 pm

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়লেন হাদি

 

উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের পথে রওনা হয়েছে। সোমবার দুপুর ১টা ৫৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করে।

এর আগে সকাল ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করে। পরে দুপুরের দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে ওসমান হাদিকে বিমানবন্দরে নেওয়া হয়।

দুপুর দেড়টার কিছু আগে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে।

হাসপাতাল সূত্র জানায়, আইসিইউ থেকে স্থানান্তরের সময় হাদির শারীরিক অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল ও সন্তোষজনক ছিল। চিকিৎসকদের সরাসরি তত্ত্বাবধানে বিশেষ ব্যবস্থায় তাকে নিচে নামানো হয়। এ সময় তার সঙ্গে ছিলেন তার দুই ভাই।

চিকিৎসা সংশ্লিষ্টরা জানান, আইসিইউ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে। তার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকরা বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।

এদিকে, শরীফ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুল্যান্সে তুলে দেওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা, তার বিশেষ সহকারী ও স্বাস্থ্য সচিব। তারা হাদির শারীরিক অবস্থা ও চিকিৎসা–সংক্রান্ত সার্বিক বিষয় তদারকি করেন।

হাদির দ্রুত আরোগ্য কামনায় তার পরিবার ও শুভানুধ্যায়ীরা সবার কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, ওসমান হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।

এনএনবাংলা/