নিজস্ব প্রতিবেদক:
সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে জাতীয় পার্টি (জাপা)। গত বৃহস্পতিবার সকালে প্রয়াত চেয়ারম্যানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির সূচনা করেন জাপার মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, মীর আবদুস সবুর আসুদ, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল আলম রুবেল, চেয়ারম্যানের উপদেষ্টা নাজনীন সুলতানা, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফখরুল আহসান শাহজাদা, বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, লিয়াকত হোসেন চাকলাদার, ক্রীড়া সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, আক্তার হোসেন দেওয়ান, এম এ সোবহান, আজাহারুল ইসলাম সরকার, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম, সমরেশ ম-ল মানিক, যুগ্ম যুববিষয়ক সম্পাদক দ্বীন ইসলাম শেখ সদস্য শাহজাহান মিয়া, শেখ মো. সরোয়ার, জায়েদুল ইসলাম জাহিদ, লোকমান হোসেন ভূঁইয়া রাজু, অ্যাডভোকেট উজ্জ্বল, মো. জাকির হোসেন প্রমুখ।
এর পর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় পার্টি মহানগর উত্তর, দক্ষিণ নেতা, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা এবং বিভিন্ন পর্যায়ের এরশাদ প্রেমিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে প্রয়াত পল্লীবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন জাতীয় পার্টির যুগ্ম ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ ক্বারি ইছারুহুল্লাহ আসিফ।
আরও পড়ুন
চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার দিনে সৃষ্ট যানজটে বিএনপির দুঃখ প্রকাশ
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
পিএসসির তিন সদস্য নিয়োগ নিয়ে জামায়াতের আপত্তি