উন্নয়নশীল দেশ হিসেবে এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় জার্মানির কাছে জিএসপি সহায়তা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্য ও ব্যবসায়িক ইস্যুতে দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর জন্যও তিনি ইউরোপীয় দেশটির প্রতি আহ্বান জানান।
সোমবার বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার এর সাথে বৈঠককালে এ আহ্বান করেন মন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসময় জার্মানির বাজারে আরও বেশি বাংলাদেশি পণ্য প্রবেশের অনুমতি দেয়ার আহ্বান জানান।
তিনি বলেন, যেহেতু পরিবেশ বান্ধব সবুজ কারখানা স্থাপন করা হয়েছে এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা এখানে অনুসরণ করা হয়েছে, তাই বাংলাদেশে পণ্যের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে।
বাংলাদেশ থেকে রপ্তানিকৃত তৈরি পোশাকের ন্যায্য মূল্য দিতে জার্মানি সহযোগিতার হাত বাড়িয়ে দিবে বলে মন্ত্রী আশা করেন।
এসময় জার্মান উদ্যোক্তাদের বাংলাদেশের ১০০ টি অর্থনৈতিক অঞ্চল এবং ৩৩ টি হাই-টেক পার্কে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
—ইউএনবি
আরও পড়ুন
হত্যাচেষ্টা মামলায় পলক ৪ দিনের রিমান্ডে
সংস্কার প্রতিবেদন থেকে হবে নতুন বাংলাদেশ, তার ভিত্তিতেই সবকিছু: প্রধান উপদেষ্টা
নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন