January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 10th, 2021, 8:01 pm

এলপিএলে বাংলাদেশি ৫ ক্রিকেটার

অনলাইন ডেস্ক :

শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়েছেন পাঁচজন বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান রানা, তাসকিন আহমেদ ও আল-আমিন হোসেন। মঙ্গলবার এলপিএলের আগামী আসরের প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়। মিঠুন, অপু ও রানা খেলবেন ক্যান্ডি ওয়ারিয়র্সের হয়ে। আর তাসকিন ও আল-আমিনও অভিন্ন স্কোয়াডে খেলবেন। তাদের স্কোয়াডে ভিড়িয়েছে কলম্বো স্টার্স। শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের একটি আসর সফলভাবে সম্পন্ন হয়েছে। ৫টি দলের অংশগ্রহণে এলপিএলের প্রথম আসর অনুষ্ঠিত হয়। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল জাফনা স্ট্যালিয়ন্স। এলপিএল শুরু হবে আগামী ৫ ডিসেম্বর থেকে, আর শেষ হবে ২৩ ডিসেম্বর। এর আগে বেশ কয়েক বার সূচি নির্ধারণ করেও দফায় দফায় পরিবর্তন আনতে হয়েছে আয়োজকদের। কারণ দ্বিতীয় সংস্করণ আয়োজনের আগে বেশ কিছু কাজ বাকি ছিল এসএলসির।