আবারও কমানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দাম ঘোষণা করে বলেছে, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭৫ টাকা ২৪ পয়সা কমানো হয়েছে।
একজন খুচরা ক্রেতা এখন এটি ১ হাজার ৭৪ টাকার (ভ্যাট সহ) পরিবর্তে ৯৯৯ টাকায় কিনতে পারবেন।
ঢাকায় বিইআরসি অফিসে সোমবার এক প্রেস ব্রিফিংয়ে বিইআরসির নবনিযুক্ত চেয়ারম্যান মো. নুরুল আমিন বলেন, অন্যান্য সাইজের (৫.৫ কেজি থেকে ৪৫ কেজি) এলপিজি সিলিন্ডারের দামও যুক্তিসঙ্গতভাবে কমবে।
সোমবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।
বিইআরসি কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি সিপির (চুক্তি মূল্য) দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে এলপিজির দাম কমেছে।
বাংলাদেশি এলপিজি অপারেটররা সাধারণত সৌদি সিপির ভিত্তিতে মধ্যপ্রাচ্যের বাজার থেকে তাদের পণ্য আমদানি করে।
বিইআরসি সিদ্ধান্ত অনুযায়ী, ‘অটো গ্যাস’ (মোটর গাড়ির জন্য ব্যবহৃত এলপিজি) এর দামও আগের ৫০ টাকা ৯ পয়সা থেকে কমে প্রতিলিটার ৪৬টাকা ৫৯ পয়সা (ভ্যাট সহ) হয়েছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন এলপি গ্যাস কোম্পানির বাজারজাত এলপিজির দাম একই থাকবে, কারণ এটি স্থানীয়ভাবে ৫ শতাংশের কম বাজার শেয়ার নিয়ে উৎপাদিত হয়।
গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে স্থানীয় বাজারে এলপিজির সর্বোচ্চ দাম ছিল ১ হাজার ৪৯৮ টাকা (প্রতি ১২ কেজি সিলিন্ডার)।
—ইউএনবি
আরও পড়ুন
সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক : শাহরুখ খান
কর বাড়লেও জিনিসপত্রের দামে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড