বাংলাদেশ ব্যাংক (বিবি) বৃহস্পতিবার অনুমোদিত ডিলারদের (এডি) তাদের অফশোর ব্যাংকিং কার্যক্রমসহ সব ধরনের বৈদেশিক মুদ্রার লেনদেন নিয়মিতভাবে বিবির ওয়েব পোর্টালে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে।
অপ্রয়োজনীয় আমদানি ও বাণিজ্যভিত্তিক মানি লন্ডারিং রোধ করতে বৈদেশিক মুদ্রা ব্যয়ের নীতি কঠোর করছে কেন্দ্রীয় ব্যাংক।
আমদানি নিরীক্ষণের অংশ হিসাবে, এডিকে প্রোফর্মা চালান/ক্রয় চুক্তির ওপর ভিত্তি করে লেটার অফ ক্রেডিট (এলসি) খোলার ২৪ ঘণ্টা আগে কেন্দ্রীয় ব্যাংকের অনলাইন আমদানি পর্যবেক্ষণ সিস্টেমে (ওআইএমএস ) আমদানি তথ্য জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বিবি সার্কুলারে বলা হয়েছে, পাঁচ মিলিয়ন মার্কিন ডলার বা তার বেশি বা সমতুল্য আমদানি মূল্যের জন্য জন্য প্রতিবেদনের প্রয়োজনীয়তা হবে।
ডিলাররা এলসি খোলার পর রিপোর্ট চূড়ান্ত করবে।
বিবির বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ বিজ্ঞপ্তিটি জারি করেছে এবং বাংলাদেশের সকল ডিলারের প্রধান কার্যালয়ে পাঠিয়েছে। বিজ্ঞপ্তিটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
কাল শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
বিপিএল উপলক্ষে টেলিটকের বিশেষ ডাটা প্যাকেজ চালু
অনলাইনে রিটার্ন জমা ১০ লাখ ছাড়ালো