অনলাইন ডেস্ক :
গত বছর শেষ হয়েছিল বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’-এর শুটিং। ২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদান পাওয়া ছবিটির প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে। সাজ্জাদুল ইসলাম সায়েমের ডিজাইন করা পোস্টারে দেখা যাচ্ছে অপু বিশ্বাস পিঠে ঝুড়ি নিয়ে চায়ের পাতা তুলতে যাচ্ছেন। তার পিছনে দাঁড়িয়ে নিরব। অপুর হাতে নিরবের গলার গামছে। দুজন দাঁড়িয়ে আছেন চা বাগানের সামনে। পোস্টারের নিচের অংশের ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা শিল্পীরা। চা বাগানের শ্রমিকদের সুখ, দুঃখ, হাসি কান্না ও সার্বিক দিনযাপন নিয়ে ‘ছায়াবৃক্ষ’ ছবির গল্প। ছবিতে চা বাগানের শ্রমিক তুলি চরিত্রে অভিনয় করছেন অপু। ‘ছায়াবৃক্ষ’ ছবিটির গল্প লিখেছেন তানভীর আহমেদ সিডনি। সংগীত করছেন ইমন সাহা। সহপ্রযোজনা করছে অনুপম কথাচিত্র। অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন নিরব হোসাইন। এছাড়াও রয়েছেন নওশাবা, সুমিত সেনগুপ্ত, মাহমুদুল ইসলাম, বড়দা মিঠু, শতাব্দী ওয়াদুদ, সুস্মি রহমান ও ইকবাল আহমেদ।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!