অনলাইন ডেস্ক :
থাইল্যান্ডে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে শুরুটা আশা জাগানিয়া ছিল বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমানের। কিন্তু সেমিফাইনালে হিটের শেষটা করেছেন হতাশায়। তাতে ১০০ মিটার স্প্রিন্টে ফাইনালে উঠতে পারেননি তিনি। শুক্রবার সেমিফাইনালে ইমরানুর রহমান তৃতীয় হিটে অংশ নিয়ে ১০ দশমিক ৪০ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছেন। এই টাইমিং নিয়ে সেমিফাইনালে সবার মধ্যে ১১তম হয়েছেন তিনি। গত বৃহস্পতিবারের চেয়ে ইমরানুর ০ দশমিক ১৫ সেকেন্ড বেশি সময় নিয়েছেন। তিন নম্বর লেন থেকে ইমরান দারুণ শুরু করেছিলেন।
প্রায় ৬০ মিটারের বেশি সময় যুগ্মভাবে প্রথম স্থানে ছিলেন। তবে শেষের দিকে এসে খেই হারিয়ে ফেলেন তিনি। দৌড়ের গতি কমে যাওয়ায় হিটে আট জনের মধ্যে হয়েছেন পঞ্চম। সেমিফাইনালের হিটে ১০ দশমিক ২৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন জাপানের রিওশিরো সাকাই।
আরও পড়ুন
ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করল বাংলাদেশ
৩০ ছক্কায় নতুন রেকর্ড, হেলসের সেঞ্চুরি, ১৮৬ রানের জুটি—সিলেটের ২০৫ রান হেলায় পেরোল রংপুর
নারী লীগের জন্য পুল ভাবনা, ক্লাবগুলোর দাবি মাসে দশ লাখ টাকা