অনলাইন ডেস্ক :
এশিয়ান গেমসের ফুটবল ডিসিপ্লিনে ছেলেদের বিভাগে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। সেই তুলনায় বাংলাদেশের মেয়েদের শুরুর পথ কিছুটা মসৃণ। চিনের হাংজুতে আগামী ২৩ সেপ্টেম্বর আসর শুরু হয়ে ৮ অক্টোবর শেষ হওয়ার কথা। ফুটবল ডিসিপ্লিনের ছেলে ও মেয়ে বিভাগের ড্র অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার।
ছেলেদের বিভাগে স্বাগতিক চীনসহ ২৩ দল অংশ নিবে। ‘এ’ গ্রুপে চীন, ভারত ও মিয়ানমারের সঙ্গে পড়েছে বাংলাদেশ। ছয় গ্রুপের মধ্যে একমাত্র ‘ডি’ গ্রুপের দল তিনটি- জাপান, ফিলিস্তিন ও কাতার। বাকি গ্রুপগুলোয় ৪টি করে দল। অনূর্ধ্ব-২৩ বছর বয়সীদের নিয়ে হওয়া ছেলেদের বিভাগে শুরুতে দল পাঠানোর সিদ্ধান্ত ছিল না বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ), পরে সিদ্ধান্ত বদলায় তারা।
এ বিভাগে ছয় গ্রুপের সেরা ও রানার্সআপ এবং তৃতীয় স্থানে থাকা সেরা চার দল উঠবে শেষ ষোলোয়। মেয়েদের বিভাগের দলের সংখ্যা ১৭টি। দুই গ্রুপে খেলবে ৪টি করে দল, বাকি তিন গ্রুপে ৩টি করে দল। ‘ডি’ গ্রুপে জাপান, ভিয়েতনাম ও নেপালের সঙ্গে আছে বাংলাদেশ। নেপালকে হারিয়েই গত বছর প্রথমবারের মতো সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন সাবিনা-কৃষ্ণারা। এ বিভাগে পাঁচ গ্রুপের সেরা এবং দ্বিতীয় স্থানে থাকা সেরা তিন দল উঠবে কোয়ার্টার-ফাইনালে।
ছেলেদের বিভাগে বাংলাদেশের ডাগআউটে থাকবেন জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। মেয়েদের ডাগআউটে সাইফুল বারী টিটুর থাকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মেয়েদের কোচ হিসেবে আগে পাঠানো তালিকায় নাম ছিল গোলাম রব্বানী ছোটনের। তিনি সরে দাঁড়ানোয় কদিন আগে দলের ভার তুলে দেওয়া হয় টিটুর কাঁধে। কিন্তু বৃহস্পতিবার (২৭ জুলাই) পর্যন্ত টিটুর নিবন্ধন করাতে পারেনি বিওএ।
আরও পড়ুন
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল