অনলাইন ডেস্ক :
৮৮তম মিনিট পর্যন্ত ২-১ গোলে পিছিয়ে আল নাসর। তারপরই এলো সমতা ফেরানো গোল। এরপর ইনজুরি টাইমে শাবাব আল আহলির জাল আরও দুইবার কাঁপালো তারা। দুর্দান্ত প্রত্যাবর্তনে আল নাসর ৪-২ গোলে ম্যাচটি জিতে জায়গা করে নিলো এশিয়ান চ্যাম্পিয়নস লিগে। নিজে গোল করতে না পারলেও ক্রিস্টিয়ানো রোনালদো শেষটা করিয়েছেন। মার্সেলো ব্রোজোভিচকে গোল বানিয়ে দেন তিনি। হারের মুখ থেকে ফিরে এসে জিতে যাওয়ায় রোমাঞ্চিত পর্তুগিজ ফরোয়ার্ড। ম্যাচ জয়ের পর ভক্তদের সঙ্গে নিজের আনন্দ ভাগাভাগি করেন রোনালদো।
আল নাসর সমর্থকদের শেষ পর্যন্ত বিশ্বাস ধরে রাখার আহ্বান জানালেন তিনি ইনস্টাগ্রামে, ‘কঠিন খেলা, কিন্তু এশিয়ান চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা লাভের জন্য গুরুত্বপূর্ণ জয়। সবসময় শেষ পর্যন্ত বিশ্বাস করুন। কখনও আশা হারাবেন না।’ এর আগে প্রথমার্ধে তিনটি পেনাল্টির আবেদন রেফারি ফিরিয়ে দেওয়ায় মাঠেই ক্ষোভ প্রকাশ করেন রোনালদো। রেফারিকে উদ্দেশ্য করে ‘জেগে ওঠো’ বলতে শোনা গেছে। পরে টাচলাইনে এক ভক্ত ছবি তুলতে এলে তাকে ধাক্কা দেন ৩৮ বছর বয়সী তারকা।
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল