নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী পরিবেশ নিয়ে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের (আনফ্রেল) সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা।
সোমবার (২১ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এই বৈঠক হয়।
বৈঠকে এনসিপির পক্ষ থেকে ‘আগে মৌলিক সংস্কার, পরে নির্বাচন’, এই অবস্থানটি তুলে ধরা হয়।
এসময় আনফ্রেল তাদের চলমান কার্যক্রম তুলে ধরে জানায়, বাংলাদেশে তারা বিভিন্ন স্টেকহোল্ডারদের চিহ্নিত করার পাশাপাশি সুশীল সমাজের অংশগ্রহণ বৃদ্ধি এবং নির্বাচনী স্বচ্ছতা জোরদার করার লক্ষ্যে স্টেকহোল্ডার ম্যাপিং ও প্রয়োজনীয়তা যাচাই কার্যক্রম পরিচালনা করছে।
এনসিপির পক্ষে সভায় অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং মাহবুব আলম।
আনফ্রেলের পক্ষে ছিলেন নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্দু আবেরাথনা, প্রোগ্রাম কনসালটেন্ট মে বুথয় এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমে।
আরও পড়ুন
তৃতীয় দফায় যে দেশের মুখোমুখি হচ্ছে ওয়াশিংটন-তেহরান
জিপি,রবি,বাংলালিংক ছাড়া ইন্টারনেটের দাম কমালো সবাই
হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’