অনলাইন ডেস্ক :
কয়েক সপ্তাহ আগে অনেক নাটকীয়তার পর অবশেষে এশিয়া কাপের সূচি প্রকাশ করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সেই সূচি অনুযায়ী ভিন্ন ভিন্ন সময়ে শুরু হওয়ার কথা ছিল ম্যাচগুলো। তবে সেই সময়ে পরিবর্তন আনা হয়েছে। প্রতিদিন একই সময়ে শুরু হবে ম্যাচ। এশিয়া কাপের আগের সূচি অনুযায়ী ৩০ আগস্ট বাংলাদেশ সময় ৪টায় পাকিস্তান ও নেপালের উদ্বোধনী ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। এ ছাড়া কোনো ম্যাচ দেড়টায়, দুটায় ও সাড়ে চারটায় খেলা শুরুর সময় নির্ধারণ করা ছিল।
তবে সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস জানিয়ে দিয়েছে, এশিয়া কাপের সবকটি ম্যাচ ভারতীয় সময় দুপুর ৩টায় শুরু হবে। অর্থাৎ বাংলাদেশ সময় সাড়ে তিনটায় শুরু হবে প্রতিটি ম্যাচ। ৩১ আগস্ট এশিয়া কাপের অন্যতম আয়োজক শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। শ্রীলঙ্কার ক্যান্ডিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। গ্রুপের অন্য ম্যাচে ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এশিয়া কাপের এবারের আসরে অনুষ্ঠিত হবে মোট ১৩টি ম্যাচ। এ গ্রুপে রয়েছে পাকিস্তান, ভারত ও নেপাল। আর বি গ্রুপে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।
আরও পড়ুন
আমিরের রেকর্ড ভেঙে বিপিএলের ইতিহাস সেরা বোলিং তাসকিনের
২০২৫ সালে যতগুলো ম্যাচ খেলবে বাংলাদেশ
পুলিশকে হারিয়ে জয়ে ফিরল কিংস