অনলাইন ডেস্ক :
বাছাইপর্বে ছেলেদের রিকার্ভ ইভেন্টে দারুণ প্রতিযোগীতা করেছিলেন বাংলাদেশের চার তিরন্দাজ। এলিমিনেশন রাউন্ডে আসতেই বাদ পড়ে গেলেন দুজন। এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং স্টেজ- ১ টুর্নামেন্টের শেষ ষোলোতে অবশ্য জায়গা করে নিয়েছেন রোমান সানা ও হাকিম আহমেদ রুবেল। ফিলিপাইনের নাইজেল গার্সিয়াকে ৬-৪ সেটে হারিয়েছেন রোমান এবং থাইল্যান্ডের পান্থকর্ন চাইসিলিপের বিপক্ষে সরাসরি ৬-০ সেটে জিতেছেন রুবেল। আগামী পরশু বৃহস্পতিবার ইরানের শাবানি রেজার বিপক্ষে খেলবেন রোমান সানা। রুবেল খেলবেন কাজাখস্তানের সানজার মুসায়েভের বিপক্ষে। একই দিনে নারীদের কম্পাউন্ড ইভেন্টেও শেষ ষোলোতে উঠেছেন বাংলাদেশের দুই তিরন্দাজ রোকসানা আক্তার ও শ্যামলী রায়।

আরও পড়ুন
প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিক মৃত্যুঞ্জয় চৌধুরীর
মুস্তাফিজের পেশাদারিত্বে মুগ্ধ মিকি আর্থার: ‘অসাধারণ খেলছে, অসম্ভব বিনয়ী’
বিশ্বকাপ নিয়ে আপস করতে হলে আমরা সিদ্ধান্তে অনড় থাকবো: বুলবুল