অনলাইন ডেস্ক :
এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট স্টেজ ওয়ানে রিকার্ভ মিশ্র বিভাগের ফাইনালে উঠেছে। দলগত এই ইভেন্টের ফাইনালে উঠেছেন হাকিম আহমেদ ও দিয়া সিদ্দিকী। ফলে টুর্নামেন্টে বাংলাদেশের একটি পদক নিশ্চিত হয়ে গেছে। চায়নিজ তাইপেতে শুক্রবার (১৭ মার্চ) টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশ ৫-১ সেট পয়েন্টে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। তিন সেটের ম্যাচের প্রথমটিতে ৩৭-৩৫ পয়েন্টে অস্ট্রেলিয়াকে হারায় বাংলাদেশ। পরের সেটটি ৩৮-৩৮ পয়েন্টে ড্র হয়। শেষ সেটে বাংলাদেশ ৩৯-৩৫ পয়েন্টে জিতে ফাইনাল নিশ্চিত করেছে। আগামীকাল রোববার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কাজাখস্তান।
আরও পড়ুন
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি