অনলাইন ডেস্ক :
এশিয়া কাপ ক্রিকেটের ১৫তম আসর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। বৃহস্পতিবার বোর্ডের সর্বোচ্চ কাউন্সিলের বৈঠকের পরে সাংবাদিকদের গাঙ্গুলী বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে হবে এশিয়া কাপ। কারণ, ঐ সময় একমাত্র সেখানেই বৃষ্টির কোন সম্ভাবনা নেই।’ আগামী এশিয়া কাপ মরুর দেশে হলেও আয়োজক দেশ হিসেবে থাকবে শ্রীলংকা। গত বুধবার শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি) জানিয়েছিলো, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে এশিয়া কাপ আয়োজন করার মত অবস্থানে নেই তারা। চলমান সংকটের কারণে সদ্য লঙ্কান প্রিমিয়ার লিগের তৃতীয় আসর স্থগিত করা হয়। আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত হবে এশিয়া কাপ। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠেয় বিশ^কাপের আগে এবারের প্রতিযোগিতা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। যার মাধ্যমে এশিয়া কাপ দিয়ে নিজেদের আরও একবার ঝালিয়ে নিতে পারবে দলগুলো।এশিয়া কাপে খেলবে ছয়টি দল। শ্রীলংকা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের সাথে যোগ দিবে বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল।
আরও পড়ুন
ঝোড়ো ইনিংস খেলে কেন মাহমুদউল্লাহকে কৃতিত্ব দিলেন রিশাদ?
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম