এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২৮ জুলাই।
বুধবার (১৯ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষা চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ এর কারণে তা শুরু হয় ৩০ এপ্রিল।
এ বছর দেশের সবকটি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী। এরমধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন।
—-ইউএনবি

আরও পড়ুন
বিশ্বে প্রথমবার ১ ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন ব্রাজিলে
দুটি ট্রলারসহ টেকনাফের ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
২৩ বছর পর দেশে ফিরছেন অভি, বরিশাল-২ আসনে প্রার্থী হওয়ার গুঞ্জন