এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা কমে গেছে। এই বছরের পাসের হার দাঁড়িয়েছে ৬৮.৪৫ শতাংশ, আর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংখ্যা হয়েছে ১৩৯,০৩২।
গত বছর পাসের হার ছিল ৮৩.০৩ শতাংশ, এবং জিপিএ-৫ পাওয়ার সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ১২৯। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। তবে এবার ফলাফলের জন্য কোনো আনুষ্ঠানিকতা হয়নি। ফল প্রকাশের কাজ প্রত্যেক শিক্ষা বোর্ড নিজ নিজ দপ্তরে সম্পন্ন করছে।
প্রত্যেক শিক্ষা বোর্ড নিজ নিজ ফলাফল প্রকাশ করেছে। শিক্ষার্থীরা কেন্দ্রীয় ও নিজের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবে। এছাড়াও, মোবাইল ফোন থেকে নির্ধারিত নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল জানা সম্ভব।
ফলাফল জানা যাবে তিনটি পদ্ধতিতে:
১.রুটিন অনুযায়ী ওয়েবসাইট থেকে: শিক্ষার্থীরা নিজের শিক্ষা বোর্ডের ওয়েবসাইট অথবা কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রবেশ করে এসএসসি ফলের অপশনে ক্লিক করবে। সেখানে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ব্যক্তিগত ফলাফল জানা যাবে।
২.নিজের শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে: শিক্ষার্থীরা নিজ নিজ স্কুল বা কলেজে গিয়ে ফলাফল জানতে পারবে।
৩.এসএমএস মাধ্যমে: মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে নিচের ধারায় লিখে একটি বার্তা পাঠাতে হবে:
এসএসসি <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> <বছর>
তারপর সেই মেসেজ পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণস্বরূপ: ঢাকা বোর্ডের একজন পরীক্ষার্থীকে লিখতে হবে SSC Dha 123456 2025 এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। এতে করে তার ফলাফল চলে আসবে তাঁর মোবাইল ফোনে।
আরও পড়ুন
মিটফোর্ডে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: আসিফ নজরুল
কক্সবাজারে আরও দেড় লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে : জাতিসংঘ
হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা