April 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, April 12th, 2025, 11:26 am

এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জয়পুরহাট জেলা প্রশাসক 

জয়পুরহাট প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় জয়পুরহাটে  এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৫ শুরু হয়েছে। পরীক্ষার প্রথমদিন শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
বৃহস্পতিবার  (১০ এপ্রিল ) জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়,  সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী  বলেন, সারা দেশে সুষ্ঠ, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় জয়পুরহাট জেলায় সকল কেন্দ্রে সকাল থেকে সুষ্ঠভাবে পরীক্ষা শুরু হয়েছে। আমরা সকলকে নিয়ে যে কাজটি করার চেষ্টা করেছি সেটা হচ্ছে, শতভাগ নকলমুক্ত পরিবেশে পরীক্ষায় গ্রহণ করা।এই সময় পরীক্ষা কেন্দ্রের সার্বিক প্রস্তুতি ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, এ বছর ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় জয়পুরহাটে ১২ হাজার ৬০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ নিয়েছে। এর মধ্যে ৬ হাজার ৯৬১জন ছাত্র এবং ৫ হাজার ৬৪৩ জন ছাত্রী রয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রের সংখ্যা- ৩০টি।