December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 15th, 2021, 9:08 pm

এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত সাড়ে ১৭ হাজার

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

এসএসসি-সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে শিক্ষার্থী অনুপস্থিতি রেকর্ড ছুঁয়েছে। প্রথম দিনে দেশের নয়টি বোর্ডে সাড়ে তিন হাজার অনুপস্থিত থাকলেও সোমবার (১৫ নভেম্বর) দ্বিতীয় দিনে সে সংখ্যা সাড়ে ১৭ হাজার ছাড়িয়েছে। এদিন অসাধুপন্থা অবলম্বনের দায়ে বরিশাল ও কুমিল্লা বোর্ডের দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদিন নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মানবিক বিভাগের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে নয়টি বোর্ডের অধীনে সারাদেশে মোট ২ হাজার ২০০টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৮ লাখ ৩ হাজার ৪৭৯ জন। কিন্তু এদিন পরীক্ষা হলে উপস্থিত ছিল ৭ লাখ ৮৫ হাজার ৭৪৬ জন শিক্ষার্থী। সে হিসাবে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার হাজার ৭৩৩ জন। এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে ঢাকা বোর্ডের অধীনে ৪২৩টি কেন্দ্রে ১ লাখ ৬৯ হাজার ৬০৯ জন অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেয় ১ লাখ ৬৫ হাজার ৫৮৬ জন পরীক্ষার্থী। সে হিসাবে ঢাকা বোর্ডে এদিন ৪ হাজার ২৩ জন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়নি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০৪টি কেন্দ্রে ৫৬ হাজার ৩০৭ জনের মধ্যে ৫৪ হাজার ৭৪১ জন উপস্থিত ছিল। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫৬৬ জন। রাজশাহী শিক্ষা বোর্ডের ২৬৮টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৪ হাজার ২১ জনের মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ২ হাজার ২৫৬ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৭৬৭ জন। বরিশাল শিক্ষা বোর্ডের ১৭৮টি পরীক্ষা কেন্দ্রে ৫৭ হাজার ১২০ জনের মধ্যে ৫৫ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৩৪২ জন। সিলেট শিক্ষা বোর্ডের ১৪৬টি পরীক্ষা কেন্দ্রে ৭৬ হাজার ১৫ জনের মধ্যে ৭৪ হাজার ৫৯১ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৪২৪ জন। দিনাজপুর শিক্ষা বোর্ডের ২৭৫টি পরীক্ষা কেন্দ্রে ৯০ হাজার ৯৮৫ জনের মধ্যে ৮৯ হাজার ২৯১ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৬৯৪ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের ২৬৮টি কেন্দ্রে ৮০ হাজার ২০৯ জনের মধ্যে ৭৭ হাজার ২৫৭ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৯৫২ জন। যশোর শিক্ষা বোর্ডের ২৯১টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৫ হাজার ৯৫৭ জনের মধ্যে ১ লাখ ৪ হাজার ১৪০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। পরীক্ষা কেন্দ্রে আসেনি ১ হাজার ৮১৭ জন পরীক্ষার্থী। এছাড়া ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ১৪৭টি পরীক্ষা কেন্দ্রে ৬৩ হাজার ২৫৬ জনের মধ্যে ৬২ হাজার ১০৮ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। এদিন ১ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এদিন সকালে মানবিক ও বিকেলে বাণিজ্য বিভাগের পরীক্ষা আয়োজন করা হয়েছে।