এসএসসি পরীক্ষা দেয়া হলো না তামিম মোল্যা হৃদয়ের (১৬)। নড়াইলের লোহাগড়া উপজেলার আলাউদ্দিন মুন্সির মোড় এলাকায় এক মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনায় তার দুই সহপাঠী বন্ধুও আহত হয়। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
নিহত হৃদয়ের বন্ধু রফিক জানায়, প্রাইভেট পড়ে তিনবন্ধু মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে অ্য্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
হৃদয় লোহাগড়ার চরবকজুরি গ্রামের রহমান মোল্যার ছেলে এবং এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থী।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
—ইউএনবি
আরও পড়ুন
টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়ে ১৭ কিশোর পেল বাইসাইকেল
দেশে এই মুহুর্তে দরকার বিচার ও সংস্কার: নাহিদ ইসলাম
এসআই পরিচয়ে থানায় তরুণী, কনস্টেবলকে ভুলে ‘স্যার’ ডেকে ধরা