অনলাইন ডেস্ক :
সংগীতশিল্পী এসডি রুবেল অসংখ্য শ্রোতাপ্রিয় ও সুপারহিট গানের গায়ক। এবার তিনি অনিরুধ আর শুভর সঙ্গীতায়োজনে তরুণ গীতিকার রাসেল ইব্রাহীমের কথায় ‘আমার একটা তুমি ছিল’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন। সুর করেছেন শিল্পী নিজেই। গান প্রসঙ্গে এসডি রুবেল বলেন, রাসেল ইব্রাহীম একদম নতুন একজন গীতিকার। গানের কথা ভালো হয়েছে। প্রত্যাশা করি, তার লেখা এই গানটি সবার ভালো লাগবে। এ বিষয়ে গানের গীতিকার রাসেল ইব্রাহীম বলেন, এসডি রুবেল একাধারে একজন কণ্ঠশিল্পী, নায়ক, পরিচালক, প্রযোজক, গীতিকার এবং সুরকার। এ রকম বহুমুখী প্রতিভার অধিকারী একজন কণ্ঠশিল্পীর কণ্ঠে আমার লেখা গান ছোট্ট এই জীবনে এটি আমার জন্য অসাধারণ প্রাপ্তি। জানা গেছে, ‘‘SD RUBEL FOUNDATION” নামক ইউটিউব চ্যানেলে গেলো বছর গানটি প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব