রংপুর ব্যুরো:
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে রংপুরে উর্দুভাষী সংগঠন স্ট্যান্ডার্ড পিপলস্ জেলারেল রিহ্যাবলিকেশন কমিটি (এসপিজিআরসি) বাংলাদেশ’র প্রধান পৃষ্টপোষক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নেতা মরহুম আলহাজ্ব এম. নাসিম খাঁনের ২০তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৮ আগস্ট) এসপিজিআরসি রংপুর জেলা শাখার আয়োজনে সকাল থেকে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
কর্মসূচীর মধ্যে ২নং ইস্পাহানী ক্যাম্পস্থ এসপিজিআরসি রংপুর জেলা কার্যালয়ে সকাল ১০টায় এক স্বরণ ও শোক সভা অনুষ্ঠিত হয়। এসপিজিআরসি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রংপুর সিটি কর্পোরেশন ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বরণ ও শোক সভায় সংগঠনের প্রধান পৃষ্টপোষক মরহুম আলহাজ্ব এম. নাসিম খাঁনের জীবনী নিয়ে আলোচনা করেন এসপিজিআরসি চট্টগ্রাম বিভাগীয় যুগ্ন সাধারন সম্পাদক মো: সোহেল আশরাফি, রংপুর জেলা শাখার সভাপতি মো: শরফুদ্দিন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ৩নং ইস্পাহানী ক্যাম্প ইনচার্য খুরশেদ আলম মুন্না, সহ-সাধারন সম্পাদক খোরশিদ, দপ্তর সম্পাদক মোঃ আবু তৈয়ব হোসেন, এসপিজিআরসি গাইবান্ধা জেলার সহ-সভাপতি মো: ইলিয়াস, সাধারণ সম্পাদক আবু বক্কর, সৈয়দপুর উপজেলার সভাপতি মাজিদ ইকবালসহ বিভিন্ন ক্যাম্পের ইনচার্য ও এসপিজিআরসি রংপুর জেলার অন্যান্য সদস্যবৃন্দ।
শোক ও স্বরণ সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওবাট স্কুলের প্রজেক্ট অফিসার শাহীনুর রহমান গুড্ডু। শোক সভা শেষে একটি শোক র্যালী নিয়ে রংপুর রেল স্টেশন সংলগ্ন কবর স্থানে মরহুম আলহাজ্ব এম. নাসিম খাঁনের কবরে পুষ্পমাল্য অর্পণ, শ্রদ্ধা নিবেদন শেষে কবর জিয়ারত করা হয় পরে দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে এসপিজিআরসি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুন অর রশীদ বলেন, আমরা বিহারীরা ভালো নেই। হয় আমাদের বাঙ্গালী হিসেবে মেনে নেয়া হোক নতুবা পাকিস্থানে পাঠিয়ে দেয়া হোক। আমরা বিভিন্ন ক্যাম্পে থাকি আজ এখানে কাল অন্যখানে উচ্ছেদ করা হচ্ছে এভাবে চলা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। বিএনপি, আওয়ামীলীগ, জাতীয় পার্টি সকলের কাছে আমাদের ধরনা ধরেছি কিন্তু কোন কাজ হয়নি। বর্তমান সরকার প্রধান ড. ইউনুস স্যারের সাথে যোগাযোগ হয়েছে তিনি খুব আন্তরিক কিন্তু পাকিস্থান সরকার আন্তরিক নয় তাই এখনো কিছু হচ্ছে না। তাই বর্তমান সরকার বা আগামীর নির্বাচিত সরকারের কাছে আমাদের আবেদন থাকবে হয় আমাদের পাকিস্থানে পাঠানোর ব্যবস্থা করেন নতুবা বাঙ্গালী হিসেবে গ্রহণ করেন।
আব্দুর রহমান মিন্টু
রংপুর ব্যুরো চীফ
আরও পড়ুন
ন্যায্য অধিকার দাবীতে বাঘাবাড়ি মিল্কভিটা সমবায় সমিতির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
পাইকগাছার ৪০ টি প্রাতিষ্ঠানিক পুকুর জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
নথিপত্র উদ্ধারের নামে রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের স্বামীর বাড়িতে হয়রানিমূলক সার্চ ওয়ারেন্ট বাস্তবায়ন