ঢাকা জেলা পুলিশ সুপারের বাসায় ডিউটি করার সময় শুক্রবার এক পুলিশ কনস্টেবল নিজের বন্দুকের গুলিতে মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মৃত মেহেদী হাসান (২৬) রমনায় ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদারের বাংলোতে গার্ড পদে ছিলেন।
এসপি মারুফ হোসেন সরদার ইউএনবিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসপি বলেন, ‘আমি গুলির শব্দ শোনার পরপরই ঘটনাস্থলে পৌঁছাই এবং তাকে মাটিতে পড়ে থাকতে দেখি। তিনি নিজের অস্ত্র দিয়ে থুতনিতে গুলি করে।’
জানা যায়, পুলিশ সদস্যরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামিক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান, সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকাল সোয়া ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয় নিশ্চিত করে ঢমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
–ইউ্ এন বি

আরও পড়ুন
কুমিল্লায় বাস–সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে বাসে আগুন, শিশুসহ নিহত ৪
সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনের নির্বাচন ‘আপাতত’ স্থগিত
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড আরোপ দুঃখজনক, তবে অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা