January 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 19th, 2022, 7:55 pm

এসি মিলানে আরও এক বছর ইব্রাহিমোভিচ

অনলাইন ডেস্ক :

বয়স ৪১ ছুঁইছুঁই! এই বয়সেও একদম ফিট সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। দ্বিতীয় দফায় এসি মিলানে যোগ দিয়ে ইব্রা বলেছিলেন, দলকে লিগ না জিতিয়ে তিনি অবসর নিবেন না। গত মৌসুমে শিরোপা জিতেছিল এসি মিলানই। সেই ক্লাবের হয়ে আরও একটি বছর খেলতে দেখা যাবে ইব্রাকে। এক বিবৃতিতে এসি মিলান জানিয়েছে, ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটির হয়ে খেলবেন ইব্রাহিমোভিচ। চুক্তির ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে জানা গেছে, ইনজুরির কারণে ২০২৩ সালের আগ পর্যন্ত মিলানের হয়ে খেলতে পারবেন না বলে বেতন কমিয়ে চুক্তিতে সম্মত হয়েছেন ইব্রা। দীর্ঘদিন ধরে হাঁটুর চোটে ভুগছিলেন, গত মে মাসে অস্ত্রোপচারের পর ইব্রাহিমোভিচ এখন আছেন মাঠের বাইরে। মিলানের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, ৮ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে এই স্ট্রাইকারকে। ইনজুরির কারণে কারণে গত মৌসুমেও খুব বেশি খেলা হয়নি ইব্রার। মাত্র ১১ লিগ ম্যাচে ছিলেন শুরুর একাদশে। আসরে গোল করেছিলেন মোট ৮টি।