December 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 11th, 2025, 5:21 pm

এস আলমের পরিবারের প্রায় ১৭ হাজার কোটি টাকার জমি জব্দের আদেশ

 

আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় থাকা মোট ১ হাজার ৯৩৬ দশমিক ৫০ একর জমি জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকার এক আদালত। এসব জমির আনুমানিক মূল্য ধরা হয়েছে ১৬ হাজার ৯৪০ কোটি ৬ লাখ ৮৬ হাজার ৭৭৩ টাকা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুদকের করা আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক আখতারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সংস্থার উপপরিচালক তাহাসিন মুনাবীল হক জমি জব্দের জন্য আদালতে আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, এস আলম গ্রুপ, চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট সত্ত্বার বিরুদ্ধে গঠিত তদন্ত টিম মানিলন্ডারিংয়ের অভিযোগে অনুসন্ধান পরিচালনা করছে।

অনুসন্ধানের প্রাথমিক তথ্যে দেখা গেছে, বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ গ্রহণ করে তা আত্মসাৎ করা হয়েছে এবং সেই অর্থ দিয়ে দেশে-বিদেশে বিপুল সম্পদ গড়ে তোলা হয়েছে। তদন্তের সময় আরও জানা যায়, সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা এসব স্থাবর সম্পদ অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। অনুসন্ধান শেষ হওয়ার আগে সম্পদ স্থানান্তরিত হয়ে গেলে তা পুনরুদ্ধারে বড় ধরনের জটিলতা তৈরি হবে।

এ পরিস্থিতিতে এস আলম গ্রুপ, তার পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট সত্ত্বার নামে থাকা মোট ১ হাজার ৯৩৬ দশমিক ৫০ একর জমি জরুরি ভিত্তিতে জব্দ করা প্রয়োজন বলে দুদক আবেদনপত্রে উল্লেখ করে।

এনএনবাংলা/