দুর্নীতির অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, তার পরিবার ও সহযোগীদের মালিকানাধীন ১০৫টি কোম্পানি ও প্রতিষ্ঠানের মোট ৫১৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ২৮৬টি শেয়ার জব্দের নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার (২০ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদক সূত্রে জানা গেছে, জব্দ করা শেয়ারের বাজারমূল্য প্রায় ৮০০ কোটি ৩৭ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা।
দুদকের উপপরিচালক তাহসিন মোনাবিল হক আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, এস আলম ও তার সহযোগীরা এসব শেয়ার অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছিলেন। তাই তা প্রতিরোধে আদালতের নির্দেশ প্রয়োজন ছিল।
এর আগে, গত ৯ জুলাই একই আদালত দুর্নীতির অভিযোগে এস আলম গ্রুপ চেয়ারম্যান, তার পরিবার ও সহযোগীদের নামে ৫৩টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছিল।
এনএনবাংলা/
আরও পড়ুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর হাত-পায়ের রগ কাটা লাশ উদ্ধার
দেশের শিক্ষাব্যবস্থা নিম্নমানের জন্য রাজনীতিবিদরাই দায়ী: মির্জা ফখরুল
আন্তর্জাতিক পর্নো সাইটে ভিডিও প্রকাশ: বাংলাদেশি দম্পতি গ্রেপ্তার