January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 4th, 2024, 8:24 pm

এ বছরই ঢাকায় আসছেন শাহরুখ খান

অনলাইন ডেস্ক :

শাহরুখ খানকে ঢাকায় নিয়ে আসছে অন্তর শোবিজ। সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী। রোববার  (৪ ফেব্রুয়ারি) সকালে গনমাধ্যমের সঙ্গে আলাপকালে স্বপন চৌধুরী বলেন, আমি এর আগে শাহুরুখ খানকে বাংলাদেশে নিয়ে এসেছিলাম। শাহরুখ এই মুহূর্তে উপমহাদেশে আলোচিত অভিনেতা। পরপর তিনটা ছবি তার আলোচনায়। বাংলাদেশে তার ছবি মুক্তি পাওয়া দর্শকদের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছে।

তিনি বলেন, শাহরুখের প্রতি উন্মাদনার প্রতি খেয়াল রেখেই আমরা আমরা আবার পরিকল্পনা হাতে নিয়েছি শাহরুখকে ঢাকায় নিয়ে আসবো। এ বছরই তাকে আনবো এমন পরিকল্পনা নিয়েছি। পরিকল্পনা অনুযায়ী অনেকটা এগিয়েও গিয়েছি, মানে প্রস্তুতির বিষয়টি। এখন সবকিছু ঠিকঠাক থাকলে শাহরুখ খান এ বছরই আবার ঢাকায় আসছেন। এর আগে ২০১০ সালে শাহরুখ বাংলাদেশে আসেন। ওই বছরেই বাংলাদেশে প্রথমবারের মতো লাইভ কনসার্টে অংশ নিতে ঢাকায় আসেন বলিউড বাদশাহ। তার সঙ্গে ছিলেন রানি মুখার্জি, অর্জুন রামপালসহ অনেকেই। স্বপন চৌধুরী বলছেন, শাহরুখকে বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে আসি। এবারও আমরা প্রায় ১৪ বছর পরে আবার শাহরুখকে নিয়ে আসতে যাচ্ছি।